ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রিডফোর্ড ফাউন্ডেশনের উদ্দেগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৩, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
১৩২

নিজস্ব প্রতিবেদক :: রিডফোর্ড ফাউন্ডেশনের উদ্দেগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রচণ্ড শীতের এই সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে রিডফোর্ড ফাউন্ডেশন। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সংস্থাটি বিভিন্ন স্থানে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের কম্বল সংগ্রহ তহবিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে রিডফোর্ড ফাউন্ডেশন।

আমরা শীতকে হারাই কম্বলের উষ্ণতায়। কিন্তু এমন অনেক মানুষ আছেন, যাদের ঘর নেই, ছাদ বলতে শুধু খোলা আকাশ। তীব্র শীতে আমরা যখন লেপ-তোষক-কম্বলের নিচে নিরাপদ থাকি, তখন ফুটপাতই যাদের ঠিকানা—তাদের কাছে এই শীত হয়ে ওঠে নির্মম ও নিষ্ঠুর।

ঢাকার অলিগলি কিংবা পথের ধারে গভীর রাতে শীতের সঙ্গে লড়াই করা মানুষগুলোর কষ্ট নীরব হলেও ভীষণ যন্ত্রণাদায়ক। একটি নিরাপদ আশ্রয় কিংবা সামান্য উষ্ণতা তাদের জন্য হয়ে উঠতে পারে জীবনরক্ষাকারী।

অসহায়দের প্রতি এসব মানবিক চিন্তা থেকেই মূলত ঢাকাস্থ টোকাই পথমানব, ভবঘুরে ও সুবিধাবঞ্চিত বস্ত্রহীন শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম করে প্রশংসা কুড়িয়েছে রিডফোর্ড ফাউন্ডেশন৷

আপনার ঘরে পড়ে থাকা একটি অতিরিক্ত কম্বল হয়তো আপনার কাছে অপ্রয়োজনীয়, কিন্তু কোনো অসহায় মানুষের কাছে সেটিই হতে পারে নিরাপদ ও উষ্ণ একটি রাত কাটানোর একমাত্র অবলম্বন।

রিডফোর্ড ফাউন্ডেশনের চলমান কার্যক্রম সম্পর্কে জানতে এবং কম্বল বিতরণ তহবিলে অনুদান দিতে ভিজিট করুন— www.readfordfoundation.org
আসুন, সবাই মিলে এই মানবিক উদ্যোগে শরিক হই।
একটি কম্বল, একটি উষ্ণ রাত।
একটু মায়া, একটু মানবতা।
আসুন, শীতার্ত মানুষের মুখে হাসি ফুটাই।