সাংবাদিকদের বিরুদ্ধে জিডি করে সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক :: সাংবাদিকদের বিরুদ্ধে জিডি করে সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা। চট্টগ্রামে একজন নাগরিক কর্তৃক পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করার অভিযোগ উঠেছে। চট্টগ্রামের হালিশহর এলাকার মো. আল আমিন নামের এক ব্যক্তি সম্প্রতি হালিশহর থানায় একাধিক সাংবাদিকের বিরুদ্ধে জিডি করেন, যেখানে তিনি দাবি করেন—তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তবে সাংবাদিক মহল এবং সংশ্লিষ্ট পেশাদাররা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। অভিযোগকারীর দেওয়া বিবৃতিতে যেসব সাংবাদিকের নাম এসেছে—তারা দেশের স্বনামধন্য গণমাধ্যমে দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। উল্লেখযোগ্যভাবে, অভিযোগপত্রে ফেসবুক লিংক উল্লেখ করে বলা হয়েছে, সাংবাদিকরা...