রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৭:২৩ পূর্বাহ্ন
এস কে সুমন মাহমুদ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামে শক্তি গাঙ্গুলী (৩২) গৃহবধু নিজ গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গত ৩০ জুন মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার গালা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পরই মূমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন নিহতের আত্মীয় সুব্রত রায়। নিহতের স্বামীর নাম শংকর গাঙ্গুলি (৫২)। তিনি ঢাকায় একটি জুয়েলার্সে চাকুরি করেন।
পারিবারিক ও প্রতিবেশীদের সাথে আলাপ করলে জানা যায়, বিয়ের পর থেকেই বউ শ্বাশুড়ির সাথে বনিবনা হচ্ছিল না ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ ব্যাপারে পাশের বাড়ি অজিত সাহার স্ত্রী বলেন,
দীর্ঘদিন ধরে মৃত শক্তি গাঙ্গুলী(৩২) এবং তার শাশুড়ি রমা গাঙ্গুলীর (৯৫) সাথে ঝগড়াঝাটি করতে দেখা যায়। এছাড়াও
নাম প্রকাশে অনিচ্ছুক আর একজন প্রতিবেশী বলেন, বিয়ের পর থেকেই বউকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন শ্বাশুড়ী রমা গাঙ্গুলী।
মাঝে মধ্যেই তিনি ঐ গৃহবধুকে কারণে অকারণে গালিগালাজ ও মারধর করতেন।
স্বামী ঢাকায় চাকুরি করায় শ্বাশুড়ি ও ৫ বছরে ছেলেকে নিয়ে স্বামীর নিজ বাড়িতে থাকতেন ওই গৃহবধু।
গত কাল ( বুধবার ১ জুলাই) নিহতের বোন বাদী হয়ে হরিরামপুর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী মুঠোফোনে সত্যতা নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূর বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯/ক ধারায় মামলা দায়ের করেন।
Design and Developed By Sarjan Faraby