রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৬:৫৪ পূর্বাহ্ন
সাইফা সুলতানার, কবিতা বন্ধু মানে
বন্ধু মানে পাশে থাকা
প্রিয়জনের তরে,
বন্ধু মানে বিপদ কেটে
মোকাবিলা করে।
বন্ধু মানে একটু মজা
একটু দুষ্টুমি,
বন্ধু মানে ভালোবাসা
সবার চেয়ে দামী।
বন্ধু মানে কাছে থাকা
স্বান্তনা রোজ দিতে,
বন্ধু মানে হেরে গিয়েও
সবার কাছে জিতে।
বন্ধু মানে স্বপন দেখা
তোমার দু’চোখ দিয়ে,
বন্ধু মানে লক্ষ্য পূরণ
তোমায় সাথে নিয়ে।
বন্ধু মানে তুই আমি
আছি একই সাথে,
এভাবেই দিনগুলো সব
আনন্দেতে মাতে।
Design and Developed By Sarjan Faraby