রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৭:৫৫ পূর্বাহ্ন
বিশ্ব বাজারে সোনার দাম শুধু কমছেই। টানা দুই সপ্তাহ সোনার দামে বড় দরপতন অব্যাহত রয়েছে। ফলে গত আট মাসের মধ্যে সোনার দাম এখন নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। শুধু সোনা নয়, দরপতন হয়েছে রূপারও। পাশাপাশি প্লাটিনামেরও বড় দরপতন হয়েছে।
Design and Developed By Sarjan Faraby