তৈরি করা খাবার গরম করার সহজ মাধ্যম ইলেক্ট্রিক ওভেন। অনেক সময় বিদ্যুৎ না থাকলে পড়তে হয় বিড়ম্বনায়। এমন অবস্থা থেকেই প্রয়োজনের তাগিদেই নতুন কিছু চিন্তা করেন এক নারী উদ্যোক্তা। বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমাতে তৈরি করেন গ্যাস ওভেন।
এনালগ এ মেশিনটি শিট দিয়ে নিজস্ব ডিজাইনে তৈরি করে বাজারজাত করছেন মধ্য বয়সী উদ্যোক্তা সাইফুন নাহার আরজু। রাজধানীতে আয়োজিত হস্তশিল্প মেলায় কথা হয় তার সাথে। তিনি বলেন, যে কোনো ধরণের বেকারি পণ্য সহজেই তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। এর মাধ্যমে সর্বোচ্চ ২০ মিনিটের মধ্যে যে কোনো আইটেম তৈরি করা সম্ভব।
মেশিনটি ব্যবহারও খুব সহজ, গ্যাস ছাড়াও যে কোন চুলাতেই এ মেশিনটি বসিয়ে দিয়ে ব্যবহারযোগ্য বলে জানিয়েছেন তিনি। মেশিনটির রয়েছে বিভিন্ন সাইজ। সুবিধা অনুযায়ী দামও রাখা হয় সেভাবেই। চার ক্যাটাগরির এ মেশিনটি পাওয়া যাবে ১৬০০ টাকা থেকে সর্বোচ্চ ৩.৫০০ টাকায়।