রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৭:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: করােনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সার্জারি বিভাগের সহযােগী অধ্যাপক ডা. মাে. আব্দুল হান্নান (৪৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল (শনিবার ২৭ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, ছাত্রছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. মাে. আব্দুল হান্নানের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসােসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মােস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মাে. ইহতেশামুল হক চৌধুরী গভীর শােক প্রকাশ করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শােক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বিএমএ।
Design and Developed By Sarjan Faraby