রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৭:০৭ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: জাতীয় খেলা কাবাডি হলেও এই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপা জেতার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করে। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ৩৩-৩১ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে।
এখন শুধু অপেক্ষার পালা। ফাইনালে জিতলেই ইতিহাস গড়বে বাংলাদেশ কাবাডি দল।
শ্রীলঙ্কা ও কেনিয়া প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে। যারা জিতবে তারাই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে।
Design and Developed By Sarjan Faraby