রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৬:২৯ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে এক লম্পট কর্তৃক ৫ বছরের শিশু ধর্ষণের শিকার, এ ঘটনায় মামলা দায়ের। মামলা ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব সাতলা গ্রামের মিতুল বেপারীর লম্পট ছেলে শিমুল বেপারী(১৯) ৩০ মার্চ সকাল ১০টায় একই গ্রামের রাজ্জাক মোল্লার ৫ বছরের কন্যাকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এরপর শিশুটি কাঁদকে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবা মাকে বিষয়টি জানায়। এরপর এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ধর্ষককে ধাওয়া করে কিন্তু তাকে কব্জা করতে পারেনি।
এদিকে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ২দিন ঘরে কতিপয় প্রভাবশালী ব্যস্ত ছিলেন। কিন্তু তারা ফলপ্রসু হয়নি। এ ব্যাপারে ১ এপ্রিল উজিরপুর মডেল থানায় শিশুর পিতা বাদী হয়ে অভিযুক্ত শিশুল বেপারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, মামলা হয়েছে অভিযুক্ত আসামীকে গ্রেফতারের অভিযান চলছে।
Design and Developed By Sarjan Faraby