রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: সরকারের কঠোর বিধি-নিষেধের কারণে সারাদেশে এসএসসির ফরম পূরণ স্থগিত করা হয়েছে। ফরম পূরণের সময় বাড়ানো হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের বিলম্ব ফি দেয়া লাগবে না।
আজ (সোমবার) আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘মহামারি একটি জাতীয় সমস্যা। সরকারের নতুন বিধি-নিষেধের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফরম পূরণের সময় বাড়ানো হবে। ’
Design and Developed By Sarjan Faraby