শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩১ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: বিয়ের জন্য চাপ দেয়ায় হোটেলে এনে প্রেমিকাকে হত্যা করে প্রেমিক
বিয়ের জন্য চাপ দেয়ায় রাজশাহীর আবাসিক হোটেলে এনে নাটোরের জয়নব বেগমকে শ্বাসরোধে হত্যা করেছে তার কথিত প্রেমিক মিঠুন আলী। পুলিশ অভিযান চালিয়ে নাটোর থেকে তাকে গ্রেফতার করেছে। হত্যার বিষয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে মিঠুন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে নগরপুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দীক এসব তথ্য জানান।
তিনি বলেন, মিঠুন ও জয়নব নাটোরের একটি ইটের ভাটায় কাজ করতেন। তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। রোববার রাজশাহী নগরীর লক্ষীপুর এসে আবাসিক হোটেল ড্রিম হ্যাভেন স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। পরে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এর একপর্যায়ে জয়নব বিয়ের জন্য চাপ দিলে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে মিঠুন। রাতে সেখান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
কমিশনার আরও জানান, পৃথক আরেকটি অভিযানে পুলিশ নগর থেকে নারী সদস্য ব্যবহার করে এবং পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও অপহরণ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
Design and Developed By Sarjan Faraby