ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫

আ. লীগের মুজিব কোর্ট আর খুঁজে পাওয়া যায় না: খায়ের ভুইয়া

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১২, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: আ. লীগের মুজিব কোর্ট আর খুঁজে পাওয়া যায় না: খায়ের ভুইয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, প্রমাণ হয়েছে, হাসিনা এদেশের জনগণকে বিভিন্ন চক্রান্ত-ষড়যন্ত্র করে ধ্বংস করার চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ রহমতে হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ধ্বংসের শেষ প্রান্তে চলে এসেছে। দেশ থেকে নির্লজ্জভাবে পালিয়ে যেতে হয়েছে। ৫ আগস্টের পর দেশে এখন কোথাও আওয়ামী লীগের মুজিব কোর্ট খুঁজে পাওয়া যায় না। মুজিব কোর্ট এখন সব গায়েব হয়ে গেছে।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলা উত্তর হামছাদী ইউনিয়নে এক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়ের ভূঁইয়া আরও বলেন, আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ গড়েছি। এদেশের সংস্কৃতি ও ঐতিহ্য থাকবে। গ্রামগঞ্জে ফুটবল-ক্রিকেটসহ খেলাধুলা হবে। বিগত দিনে এদেশের যুব সমাজকে বিপথে পরিচালিত করা হয়েছে। যুবসমাজকে সম্পৃক্ত করা হয়েছে হাসিনা ক্ষমতার ঢাল হিসেবে। যুবসমাজকে সম্পুর্ণ ধংস করার চক্রান্ত করেছে হাসিনা তার এমপি ও মন্ত্রীদের মাধ্যমে। বার্মা এবং ভারত থেকে মাদক এনে যুবসমাজকে চিরতরে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সামাজিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেকটি পাড়ামহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের সঙ্গে জড়িতদের আইনের হাতে তুলে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেলা যুবদলের সদস্য এম এ মমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিন, উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ।