ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী আন্দোলন ন্যায়-নীতির রাজনীতি করে, ক্ষম.তার রাজনীতি করে না : চরমোনাই পীর 

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন ন্যায়-নীতির রাজনীতি করে, ক্ষম.তার রাজনীতি করে না : চরমোনাই পীর।

 

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে উপজেলা যুব আন্দোলনের সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়াম কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনে প্রধান অতিথি থেকে, ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, যদি ক্ষমতার জন্য রাজনীতি করতাম, তাহলে অনেকবার সংসদে বসতে পারতাম, কিন্তু তা করিনি। আমাদের ব্যবহার করে কেউ ক্ষমতায় বসে দুর্নীতি, অনিয়ম, গুম, খুনের রাজনীতি করবে, তা ইসলামী আন্দোলন সমর্থন করে না। ইসলামী আন্দোলন ন্যায়-নীতির রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না। আমাদের ব্যবহার করে কেউ ক্ষমতায় বসবে, সেই সুযোগও দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, যেখানে কোনো অন্যায় থাকবে না। মানুষ নিরাপদে বসবাস করবে।

উপজেলা যুব আন্দোলনের সভাপতি এইচএম নুরুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহা. আবু বকর ছিদ্দিক। অন্যান্যদের মধ্যে ছিলেন, পটুয়াখালী জেলা যুব আন্দোলনের সভাপতি মোহাম্মাদ আলী হাসান রুহানী এবং সাধারণ সম্পাদক কাজী মোসাদ্দেক বিল্লাহ রুমীসহ প্রমুখ।

সম্মেলনে উপজেলা যুব আন্দোলনের সভাপতি পদে এইচএম রুহুল, সহ-সভাপতি পদে মো. মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদ ডা. মো. কবির উদ্দিনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আমির মুফতি রেজাউল করিম। পরে তিনি নতুন কমিটির নেতাদের শপথ পাঠ করান।’