ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কুরিয়ার সার্ভিসে করে ২৫০০ পিচ ইয়াবা পাচার, আটক ২

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৩, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ঢাকার সাভারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রিমের কৌটার ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

রোববার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সাভার শাখা অফিস থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা থানার সরিষা ইউনিয়নের মো. বাবুল (৩৫) ও ঢাকার ধামরাই উপজেলার মো. শরিফ (৩২)

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসার খবর জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাভারের এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের শাখায় গিয়ে পাঁচটি ক্রিমের কৌটার ভেতর অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ২ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় দুই মাদক কারবারিকে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে ঘটনার সাথে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা আছে কি না সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।