
বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি :: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করনের লক্ষ্যে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসন।
সোমবার (৩ মার্চ) দুপুর ১২:৩০ মিনিটের দিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে উপজেলার বাবুগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সতর্ক করতে মনিটরিং করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ ব্যবসায়ীদের রমজানে উপলক্ষে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং কোন পণ্যের মজুদ বাড়িয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য সতর্ক করেন ।
ইউএনও জানান, সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য কিনতে পারেন সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি মূল্যের তালিকা প্রদর্শন নিশ্চিতে গুরুত্ব আরোপ করা হয়।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রমজান মাস জুড়ে বাবুগঞ্জ বাজার ছাড়াও উপজেলার সকল বাজারে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ।


