ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে লাখ টাকার বনায়নের গাছ কেটে নিল প্রভাবশালীরা

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৬, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ::
 পিরোজপুরের কাউখালীতে প্রভাবশালী ব্যক্তিরা সামাজিক বনায়নের লাখ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে , উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বারানী খালের পাড়ের ভেরিবাঁধের উপর অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন তৈরি করা হয়। প্রায় দেড় দশক পর্যন্ত এ সামাজিক বনায়নের গাছের চারা রক্ষনা বেক্ষণের পরে গাছগুলো এখন মূল্যবান সম্পদে পরিণত হয়। বন বিভাগের উদাসীনতা ও উপজেলা বন অফিসের দায়িত্বে থাকা ইলিয়াস হোসেন এ উপজেলা যোগদানের পর নিয়মিত অফিস না করার সুযোগে স্থানীয় একটি চক্র প্রতিনিয়ত বনায়নের মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। এলাকাবাসী জানায়, কাউখালী উপজেলা বন কর্মকর্তার তদারকি না থাকার সুযোগে দুর্বৃত্তরা সম্প্রতি রাতে ১২টি আকাশ মনি গাছ কেটে নিয়ে ।যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এছাড়াও একই এলাকায় বিভিন্ন সময় দুর্বৃত্তরা সামাজিক বনায়নের লক্ষ লক্ষ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে উপজেলা বন অফিসের দায়িত্বে থানা ইলিয়াস হোসেন মুঠোফেনে জানান, তিনি অসুস্থ তাই অফিস করতে পারেন না, আগামী সোমবার অফিসে আসবেন। গাছ চুরি হওয়ার সংবাদ শুনেছেন, আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এছাড়াও বাগেরহাট বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) জি এম রফিক আহম্মেদ জানান, দায়িত্বে অবহেলার কারনে গাছ চুরির ঘটনা ঘটলে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ জানান, অত্র ইউনিয়নে বিভিন্ন সময় বেআইনিভাবে গাছ কাটার বিষয়টি বন বিভাগকে জানানো সত্বেও কোন কার্যকরী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না ফলে দুষ্টু চক্ররা এই সুযোগ নিচ্ছে।