ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে এসএসসি ২০০৩ ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৮, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক :: বাবুগঞ্জে এসএসসি ২০০৩ ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা।
বাবুগঞ্জ উপজেলার এস এস সি ২০০৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে এক মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার  আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম পলাশ, সাংবাদিক সাইফুল ইসলাম, সাব্বির, মোহাম্মদ রফিকুল ইসলাম রাফিল,  আজিজুল ইসলাম মাস্টার, মোহাম্মদ সালমান রিমন মাস্টার, রোকন, রফিক মাস্টার, হুমায়ুন মাস্টার, রেজাউল, বাবু, মুরাদ, সেনা সদস্য মোঃ রাশেদুল ইসলাম, শিক্ষানবিশ আইনজীবী মোঃ ইমরান মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী তুহিন,বিশিষ্ট ব্যবসায়ী সুমন সহ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের এসএসসি ২০০৩ ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন।
এ সময় মতবিনিময় সভায় বাবুগঞ্জ উপজেলায়  ২০০৩ সালের এস এস সি ব্যাচের আসন্ন ঈদ-উল-ফিতরের তৃতীয় দিন এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোকপাত করা হয়। আলোচনা সভায় প্রাথমিকভাবে আসন্ন ঈদুল ফিতরের তৃতীয় দিন সকাল ১০ ঘটিকা থেকে রাত দশ ঘটিকা পর্যন্ত পর্যায়ক্রমে এ পুনর্মিলনী অনুষ্ঠানের অনুষ্ঠান সময়সূচী নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বন্ধুদের আসন গ্রহণ, পরিচিতি পর্ব, টি-ব্রেক, কুইজ প্রতিযোগিতা, লাকি কুপন ড্র, মধ্যাহ্নভোজ, বন্ধুদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা, রাতে দেশের প্রথিতযশা দেশবরেণ্য শিল্পীদের গান পরিবেশন এর মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রেজিস্ট্রেশন এর শেষ তারিখ :  ২০  মার্চ ২০২৫
ফোন: ০১৭২২৩২৫৪৮৭
অনুগ্রহ করে আপনার উপস্থিতি নিশ্চিত করতে ভিজিট করুন  http://103.134.89.134/friends03
এই বিশেষ দিনে আমরা পুরনো বন্ধুদের সাথে দেখা করব, এবং আমাদের অভিজ্ঞতা ও গল্পগুলো শেয়ার করব। তোমার  উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের হবে।
আসো , আমরা সবাই মিলে এই দিনটিকে স্মরণীয় করে তুলি। এই আনন্দঘন মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে Friends 03 একটি ম্যাগাজিন প্রকাশ করবে, যেখানে বাবুগঞ্জ বাসির জন্য থাকবে  পার্সোনাল বায়োগ্রাফি প্রকাশের সুযোগ।