ঢাকারবিবার , ১৮ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে  জো র করে জমি  দখ*লের চে*ষ্টা 

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ১৮, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডে বিরোধীয় ৭ শতাংশ জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ওই জমি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষরা জমি দখলে নিতে বিভিন্ন ধরণের হুমকী দিচ্ছেন। এ ঘটনায় কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাইনুল ইসলাম হেলাল নামে এক ব্যক্তি। যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তারা হলেন : একই এলাকার মৃত আমজাদ হাওলাদারের ছেলে মো: মামুন, ২৮ নম্বর ওয়ার্ডের শেরেবাংলা সড়কের কবির শরীফের ছেলে খোকন শরীফ। লিখিত অভিযোগে মাইনুল ইসলাম হেলাল উল্লেখ করেন, তাদের ৭ শতাংশ জমি নিয়ে হাইকোর্টে মামলা চলমান।

 

জমি নিয়ে খোকন শরীফের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি হেলালের কাছে অবৈধভাবে চাঁদা দাবী করে আসামীরা। সবশেষ গত ১৫ মে বিকেল সাড়ে ৩টায় খোকন শরীফের নেতৃত্বে অজ্ঞাত ৭/৮ জন বাদীর বাড়ীতে এসে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করে। তারা বাদী এবং তার পরিবাদের সদস্যদের বাড়ী ছেড়ে চলে যাওয়ার হুমকী দেয়। বাড়ী না ছাড়লে খুন-জখমের হুমকী প্রদান করা হয় বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি ১৫ দিনের মধ্যে বিরোধীয় জমি জোর করে দখলে নেওয়ারও হুমকী দেয় বিবাদীরা।