
নিউজ ডেস্ক :: দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ, যা রূপ নিতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। এর প্রভাবে টানা ৩ দিন দেশের বিভিন্ন জেলায় রেকর্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। রোববার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে দেওয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ফেসবুকে দেওয়া ওই পোস্টে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া লঘুচাপটি কীভাবে স্থলভাগ অতিক্রম করতে পারে সে বিষয়েও ধারণা দিয়েছেন তিনি।