ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নতুনধা*রা*র ২৫ তম ঈদ*খা*দ্য প্র*দান ক*র্ম*সূচি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১০, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: নতুনধারা বাংলাদেশ এনডিবির ২৫ তম ঈদ খাদ্য প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঈদ উল আযহার দিন শুরু হওয়া কর্মসূচিটি ১০ জুন ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে সমাপ্ত হয়। কর্মসূচিতে গত ১২ বছরের ধারাবাহিকতায় ৩ দিন নিজ হাতে ভাসমান-নিরন্নদের খাদ্য পরিবেশন করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ। ৩ দিনের এই খাদ্য প্রদান কর্মসূচি শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে মোমিন মেহেদী বলেন, নিবন্ধিত ৪৯, অনিবন্ধিত ১০০ রাজনৈতিক প্লাটফর্মের অধিকাংশই ক্ষমতায় আসার যুদ্ধ আর পরিবার-সংসার-মোসাহেবেিত মেতে আছে অতিতের মত। যে কারণে নিরন্ন-ভাসমান মানুষদের খোঁজ রাখার সময় নেই তাদের। নতুনধারা বাংলাদেশ এনডিবি ১২ বছর ধরে রাজপথে দুর্নীতির বিরুদ্ধে যেমন সোচ্চার তেমন নিরন্ন-বঞ্চিত- শোষিত মানুষদের মুক্তির জন্য নিবেদিত আছে-থাকবে ইনশাল্লাহ বরাবরের মত।

৩ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর প্রতিটি জনদাবি ইস্যুতে রাজপথে থাকার পাশাপাশি ২০১৭ এবং ২০২২ সালে সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করলেও ফ্যাসিস্ট সরকার নিবন্ধন থেকে বঞ্চিত করেছিলো বলে অভিযোগ করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।