ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে স্ত্রী*কে ঘু মের ঔষধ দিয়ে শালীকে ধ*র্ষ*ণের চে*ষ্টা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৫, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীকে ঘুমের ঔষধ দিয়ে শালীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুলাভাই’র বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামে। এঘটনা নিয়ে শালীস—মীমাংসা করতে গেলে ইউনিয়ন বিএনপি’র যুগ্ম—আহবায়ক আহসান খান (আপাং)কে লাঞ্ছিত করেন ওই পরিবার।

লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের ফায়েক খানের বড় মেয়ে সোনিয়া খানম (২০)’র সাথে ২মাস পূর্বে বিয়ে হয় উজিরপুর উপজেলার হারতা গ্রামের খোকন হাওলাদারের ছেলে রিপন হাওলাদারের। বিয়ের তিনদিন পর দুলভাই রিপন হাওলাদার স্ত্রী সোনিয়াকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। ঔইদিন রাতে স্ত্রীকে খাবারের সাথে ঘুমের ঔষধ দিয়ে শালী রানিয়া খানমকে ধর্ষনের চেষ্টা চালায় দুলভাই। গত ১০জুন রিপন হাওলাদার স্ত্রী সোনিয়াকে নিয়ে পুনরায় শ্বশুর বাড়ি বেড়াতে আসেন।

ওই দিন রাতে স্ত্রী সোনিয়াকে ৫টি ঘুমের ঔষধ দিয়ে অচেতন করে দুলাভাই রিপন হাওলাদার শালী রানিয়া খানমের মুখে ওড়না নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় রানিয়ার গোঙ্গানির শব্দ শুনে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে দুলাভাই রিপন ওই স্থান থেকে পালিয়ে যায়। ১১জুন বিকেলে রিপন হাওলাদার বাগধা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম— আহবায়ক আহসান খান (আপাং)সহ ৫—৬ জনকে নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তাদের সাথে বাকবিতণ্ডা শুরু করেন।

একপর্যায় ইউনিয়ন বিএনপি’র নেতা আহসান খান (আপাং) কে সোনিয়ার মা জেসমিন বেগম লাঞ্চিত করেন। অভিযুক্ত রিপন হাওলাদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। এঘটনায় সোনিয়ার মা জেসমিন বেগম বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত মামলা রেকর্ড হয়নি।

এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুংকর মল্লিক বলেন, অভিযোগ দেয়ার পর তারা এখনও থানায় আসেনি। তারা এখন লিখিত অভিযোগ পরিবর্তন করে মামলা করার কথা বলেছেন।