ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কাতারে ইরানের হাম*লার ক*ঠো*র নি*ন্দা জানিয়েছে আরব আমিরাত

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৪, ২০২৫ ২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক ::

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

সোমবার মধ্যরাতে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার জঘন্য লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি এটিকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, “কাতারের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে— এমন যেকোনো হামলার আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি। এই ধরনের ঘটনা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।”

আরব আমিরাত আরও জানায়, তারা কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত সব ধরনের পদক্ষেপে পূর্ণ সমর্থন জানাবে।

এদিকে কাতার জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অন্যদিকে ইরানের নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, কাতারের মার্কিন এ ঘাঁটি আবাসিক এলাকা থেকে দূরে হওয়ায় এটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। 

দেশটি বলেছে, এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিপক্ষে নয় এবং দেশটির সঙ্গে যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর তারা।