নিজস্ব প্রতিবেদক :: সাংবাদিক সুমন্ত হালদার এর ১ম শুভ বিবাহ বার্ষিকী পালিত।
২০২২সালের ২১ সে নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সুমন্ত হালদার ও সঙ্গীতা রানী মিস্ত্রি দম্পতি।২১ সে নভেম্বর ২০২৩ তার নিজ বাসায় কেক কাটার মধ্য দিয়ে তারা তাদের প্রথম বিবাহ বার্ষীকি পালন করেন,এ সময় উপস্থিত ছিলো তার পরিবার,পরিজন,সাংবাদিক সুমন্ত হালদার এর বিষয়, দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক এবং বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম এর সম্মানিত সভাপতি এস.এম রাকিবুল ইসলাম ফয়সাল বলেন, সুমন্ত হালদার অতন্ত সৎ এবং স্পষ্ট ভাষী, সাহসী,অন্যায়কে সে কখনও প্রসয় দেননি,আজ তাদের এই শুভ দিনে আমি তাদের জন্য দোয়া করি তারা যাতে আগামীর দিন গুলো সুন্দর ভাবে কাটাতে পারে । বিবাহ বার্ষিকী নিয়ে সুমন্ত হালদার বলেন ‘দেখতে দেখতে কেটে গেলো ১ টি বছর। এই তো সেদিন বিয়ে করলাম। আজ আমাদের ১ম বিবাহ বার্ষিকী । আমরা যাতে সারাজীবন সুখে থাকতে পারি এটাই দোয়া করবেন সবাই।