
নিউজ ডেস্ক :: বাভারিয়ার রাজধানী মিউনিক থেকে ছেড়ে যাওয়া ব্যাংককগামী একটি বিমান দিল্লিতে জরুরি অবতরণ করেছে। বুধবার (২৯ নভেম্বর) বিমানে থাকা এক দম্পতির তুমুল ঝগড়ার ফলে এমনটা করতে হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দম্পতির একজন জার্মান ও ওপর নাগরিক থাই নাগরিক। মাঝ আকাশে ফ্লাইটে তারা ঝগড়ায় জড়িয়ে পড়েন। ঝগড়া ক্রমশ জটিল রুপ ধারণ করায় ফ্লাইটে থাকা ক্রুরা তা মেটাতে হিমশিম খান। ঘটনা বেগতিক পর্যায়ে চলে গেলে বিমানটি দিল্লির ইন্দিরাগান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হন পাইলট।
পরে ওই দম্পতিকে বিমান থেকে নামিয়ে দিয়ে পুনরায় বিমান থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করে। তবে এ বিষয়ে লুফথানসা এয়ারলাইনস গণমাধ্যমকে তেমন উল্লেখযোগ্য কোনো তথ্য দেয়নি।


 

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                    