
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বরিশাল আদালতের কার্যক্রম পরিদর্শনের জন্য আগামী ২৪ শে সেপ্টেম্বর বরিশাল আসছেন। এজন্য আদালতে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। প্রধান বিচারপতি আগামী ২৪ শে সেপ্টেম্বর সড়ক পথে বরিশাল পৌছবেন এবং বরিশাল সার্কিট হাউসে অবস্থান করবেন। ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় জেলা জেলা পর্যায় এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ অন্যান্য বিশেষ ট্রাইব্যুনাল সমূহ পরিদর্শন করবেন। দুপুর ১২টায় প্রধান বিচারপতি হোটেল গ্র্যান্ড পার্কে একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিকেল চারটায় তিনি মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার ৭ নং ভাসানচর হাজীকান্দা গ্রামের হাওলাদার বাড়ি যাবেন। ২৫ শে সেপ্টেম্বর তিনি ঢাকার উদ্দেশ্যে সড়ক পথে বরিশাল ত্যাগ করবেন।