ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে খোলা বাজারে পেট্রোলিয়াম নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১২, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি কর্পোরেশন এলাকার নবগ্রাম রোড, বান্দ রোড ও পুলিশ লাইন্স এলাকায় আজ খোলা বাজারে পেট্রোলিয়াম নিয়ন্ত্রণ সংক্রান্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি)  মো. আজহারুল ইসলাম।

অভিযান চলাকালে কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুসারে ৪টি মামলায় মোট ১৮,০০০ (আঠারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পেট্রোলিয়াম পণ্যের খোলা বাজারে অনিয়ন্ত্রিত বিক্রি ও মজুতদারির বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।