ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আ.লীগ নেতা আরাফাত গ্রেফতার

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৫, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে আরাফাত রহমান নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল শহরের ফজলুল হক এভিনিউ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

গ্রেফতার আরাফাত রহমান বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ইউনিয়নের চরআবদানীর মৃত কাদের সিকদারের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতার ওই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ইউনিয়নের সহ-সভাপতি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।