ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের সাংবাদিকতায় আস্থাহীনতার ঝড় : এখনই বদল প্রয়োজন-নয়তো সবকিছু ভেঙে পড়বে”

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৭, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

রিপোর্ট, আসাদুজ্জামান মুরাদ :: বরিশালের সাংবাদিকতা আজ এক অদ্ভুত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার নিউজফিড থেকে শুরু করে চায়ের দোকানের বেঞ্চ, সবখানেই চলছে তীব্র সমালোচনার ঝড়। অথচ সাংবাদিকতা তো আস্থা ও দায়িত্বের জায়গা। মানুষ যখন খবরের দিকে হাত বাড়ায়, তখন তারা খোঁজে সত্য, খোঁজে নির্ভরতার আলো। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অপসংবাদিকতার ঘটনায় সেই আলো যেন ম্লান হয়ে যাচ্ছে।

কিছু সংখ্যক অনিয়মকারী আটক হওয়ায় জনমনে প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে, সত্যিকারের সাংবাদিকরা কোথায়?”
এই প্রশ্নটাই বরিশালের সাংবাদিক সমাজকে আজ কাঁপিয়ে দিচ্ছে। অথচ সত্যিকারের সাংবাদিকরা এখনো লড়ে যাচ্ছে, লিখছে, সংগ্রাম করছে। কিন্তু কিছু ‘গুটিকয়’ লোকের কুকর্ম পুরো পেশাটিকে সন্দেহের চোখে ফেলছে।

১৫ ও ৩৫ সংগঠনের নেতৃত্ব থাকা সত্ত্বেও তারা এই আস্থাহীনতার ঢেউ থামাতে পারছে না। মানুষের মন যখন আহত হয়, তখন শুধু বিবৃতি দিয়ে বিশ্বাস ফেরানো যায় না। প্রয়োজন সাংবাদিক সমাজের এক টেবিলের বৈঠক যেখানে থাকবে না কোন রকমের ভেদাভেদ। প্রয়োজন দৃশ্যমান পদক্ষেপ, প্রয়োজন অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান, প্রয়োজন নৈতিকতার পুনর্জাগরণ।

বরিশালের সাংবাদিক সমাজ এখনই যদি পদক্ষেপ না নেয়, আস্থা একবার ভেঙে গেলে আর ফেরানো কঠিন হয়ে যাবে।
সময় এসেছে নিজের ঘর গোছানোর, খারাপদের চিহ্নিত করে পেশা থেকে দূরে রাখার, সাধারণ মানুষের কাছে আবারও বলতে, সাংবাদিকতা এখনও বেঁচে আছে, সৎ মানুষের হাতেই।

বরিশালের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উচিত এখনই শক্ত পদক্ষেপ নেওয়া, বাছ-বিচার, নিয়ম-শৃঙ্খলা, স্বচ্ছতা, এবং কঠোর নৈতিক অবস্থান। না হলে সত্যিকারের সাংবাদিকরা নির্যাতিত হবে অন্যায়ের ছায়ায়, আর জনগণের আস্থা ধীরে ধীরে হারিয়ে যাবে একেবারে।

এই সময়টা সংকটের হলেও, পুনর্জাগরণেরও সুযোগ আছে।
শুধু দরকার সাহসী নেতৃত্ব, আর একটি কঠোর বার্তা:
“সাংবাদিকতা পেশা নয়, দায়িত্ব; আর দায়িত্বে যারা ব্যর্থ তারা এখানে চলবে না।