ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে তারুণ্যের উৎসব-২০২৫ : আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২, ২০২৫ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে তারুণ্যের উৎসব-২০২৫ : আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে বরিশালে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এবং জেলা প্রশাসন বরিশাল বাস্তবায়িত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল ফারজানা ইসলাম এবং আঞ্চলিক উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মো. আলাউল হাসান, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম, বিভিন্ন কলেজের খেলোয়াড়বৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বের মাধ্যমে বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ বনাম হিজলা সরকারী ডিগ্রি কলেজ।

এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে, যা বরিশাল জেলা পর্যায়ে যুব ও ক্রীড়া খেলা এবং আন্তঃকলেজ খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করবে বলে আয়োজকরা জানিয়েছেন।