ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূয়া ডাক্তার আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২, ২০২৫ ২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের গৌরনদী উপজেলার টরকি (নীলখোলা) এলাকায় অবস্থিত নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে ভুয়া ডাক্তার আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ভূয়া চিকিৎসক ফিরোজ আহম্মেদ (৪৫) কে আটক করেছে প্রশাসন। একটি বেসরকারি হাসপাতালে ভুয়া এমবিবিএস চিকিৎসক দিয়ে দীর্ঘদিন যাবত অপারেশন করানোর অভিযোগ পাওয়া গেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় গণমাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

আটককৃত ফিরোজ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠি এলাকার আব্দুল খালেক শেখের ছেলে। সে দীর্ঘ তিন মাস যাবত গৌরনদী পৌর এলাকার সুন্দরদী নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে প্রাকটিস সহ জটিল রোগীদের অপারেশন চালিয়ে আসছিলো।

তারই ধারাবাহিকতায় সোমবার (১ ডিসেম্বর) রাতে নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে অভিযান চালিয়ে ভূয়া চিকিৎসককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার নাম ফিরোজ আহম্মেদ বলে উল্লেখ করেছেন। তিনি ওই হাসপাতালে ডা. আমিরুল ইসলাম নামে প্রাকটিস করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরও বলেন, সবচেয়ে ভয়ঙ্কর বিষয়ি হচ্ছে, ভূয়া চিকিৎসক হাসপাতালটিতে অনেক জটিল সার্জারি পরিচালনা করতেন। ফলে অনেক মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। তার যে অপরাধ তাতে বড়ধরনের শাস্তি হওয়া উচিৎ। যে কারনে আটককৃতকে মোবাইল কোর্টের আওতায় না নিয়ে নিয়মিত মামলা দায়েরের জন্য থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অভিযানে উপজেলা হাসপাতালের চিকিৎসক, থানা পুলিশ সহায়তা করেন।

তিনি আরও জানান, ওই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়াও হাসপাতালটির কাগজপত্র, ব্যবস্থাপনা ও সেবা প্রদান পদ্ধতিতেও নানা অনিয়ম পাওয়া গেছে—যা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, আটককৃত ব্যক্তি ও এঘটনায় অন্যান্য দায়ীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে। পাশাপাশি মঙ্গলবার সকালে আটককৃতকে আদালতে প্রেরণ করা হবে।“নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে ভুয়া ডাক্তার শনাক্ত করার পর তাকে আটক করা হয়েছে। রোগীদের সঙ্গে এমন প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”