ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন রানী গ্রেপ্তার

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৩, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এক বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহনাজ পারভীন রানীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওইদিন দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে নিকটাত্মীয়দের সঙ্গে ধস্তাধস্তির সময় কৌশলে তিনি পালিয়ে যান। শাহনাজ পারভীন রানী ওই গ্রামের হালিম খানের স্ত্রী।

বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় একটি চেক প্রত্যাখ্যানের মামলায় যুগ্ম-দায়রা তৃতীয় জজ আদালতের বিচারক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি শাহনাজ পারভীনকে এক বছরের সাজা দেন। একইসাথে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের আদেশ দেয়া হয়। এ রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এ ব্যাপারে বাকেরগঞ্জে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আসামি শাহনাজ পারভীন পলাতক ছিলেন। সোমবার দুপুরে তার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। এ খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য ওই বাড়িতে গেলে তিনি পালিয়ে যায়।