
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মানজুরা মুশাররফ। মঙ্গলবার তিনি দায়িত্ব গ্রহণ করেন।
নতুন ইউএনও উপজেলার কার্যালয়ে পৌঁছালে সহকারী কমিশনার (ভূমি) আজাহারুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে তিনি (মানজুরা মুশাররফ) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভূ‑স্বত্ত্বা প্রশাসন, জনসেবা এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে তার দক্ষতা ও সততা স্বীকৃত।
বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে বরিশাল সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মানজুরা মুশাররফকে নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মানজুরা মুশাররফকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।


