
রিপোর্টার, পারভেজ :: বরিশালে নানা আয়োজনে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ( এনডিএফ বিডি) এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
৬ ই ডিসেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় নগরীর বাংলাবাজারে অবস্হিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার কনফারেন্স রুমে এই আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীকে সভাপতিত্ব করেন
ছাবিদুল ইসলাম সোহেল বরিশাল জোন প্রধান ও কো- চেয়ারম্যান,ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ( এনডিএফ বিডি) এবং সঞ্চালনা করেন সৈয়দা মাহফুজা মিষ্টি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী,চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশারেফ হোসেন সিনিয়র ম্যানেজার পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বরিশাল ও
এনডিএফ মডারেটর।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলীনির্বাহী পরিচালক পিস,মডারেটর এনডিএফ,সাঈদ পান্থ, শামীম খান, শাহরিয়া,ইমরান হোসেন গোপাল চন্দ্র।
অনুষ্ঠানে জুটি বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।আলোচনা সভা এবং পুরুষ্কার বিতরণী শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী ও চেয়ারম্যান একে এম শোয়েব এর জন্মদিন উদযাপন করা হয়।


