ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে প্রতিদিন ৯টি তালাক, আবেদনে নারীরা এগিয়ে

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৯, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
১৯

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে প্রতিদিন ৯টি তালাক, আবেদনে নারীরা এগিয়ে

বরিশালে গত দুই বছরে বিবাহবিচ্ছেদের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, শহরে প্রতিদিন গড়ে ৯টি বিবাহবিচ্ছেদের আবেদন জমা পড়ছে। ২০২৩ ও ২০২৪ সালের তুলনায় বিচ্ছেদের সংখ্যা উল্লেখযোগ্য, যেখানে বিবাহিত দম্পতিদের মধ্যে নারীরা বিচ্ছেদের আবেদনকারীদের মধ্যে বেশি অংশগ্রহণ করছেন।

গত দুই বছরে বরিশালে মোট ১৮,৬৪৪টি বিবাহ নিবন্ধিত হওয়ার বিপরীতে ৬,৩৫২টি বিচ্ছেদের আবেদন হয়েছে। ২০২৩ সালে ৯,৬৬৬টি বিয়ের মধ্যে ৩,০০৫টি বিচ্ছেদ ঘটেছে এবং ২০২৪ সালে ৮,৯৭৮টি বিয়ের বিপরীতে ৩,৩৪৭টি বিচ্ছেদ হয়েছে।

পারিবারিক কলহ, মনোমালিন্য ও পারস্পরিক অবিশ্বাসকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়া এবং বিবাহিত জীবনে টিকতে না পারা, যৌতুক দাবি, শারীরিক নির্যাতন, পরকীয়া, স্বামীর বেকারত্ব, মাদকাসক্তি ও অনলাইন জুয়া আসক্তিরর ফলে অনেক নারী বিচ্ছেদের পথে বাধ্য হচ্ছেন।

 

এক উপজেলাতেই মাত্র এক বছরে ৫৮১ তালাক!
বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মান্নান মৃধা জানান, অধিকাংশ বিচ্ছেদ মামলায় বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠে আসে। এছাড়া, বেসরকারি সংস্থা ব্লাস্টের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট শাহিদা বেগম পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব আরোপ করেছেন।

বরিশাল জেলা রেজিস্ট্রার মোহসীন মিয়া উল্লেখ করেন, আগামী দিনে নারীদের তালাকের আবেদনের প্রবণতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই সমাজ ও পরিবার পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।