ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গ্রাহকদের ১ কোটি টাকা নিয়ে লাপাত্তা ডাচ-বাংলা এজেন্ট ম্যানেজার

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২২, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
৫৮

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ফেঞ্চুগঞ্জে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার গ্রাহকদের বিপুল পরিমাণ টাকা নিয়ে এজেন্ট ম্যানেজার পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিকগঞ্জ (মানিকোনা) বাজারে এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার রুপন আহমদ লাপাত্তা হয়েছেন। এতে মাথায় হাত পড়েছে আমানতকারীদের। অভিযুক্ত রুপন ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে মানিকগঞ্জ (মানিকোনা) বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের শাখা চালু করেন সনজিদ আলী। নিয়োগ দেন শাখা ব্যবস্থাপকসহ কর্মচারীও। স্থানীয় হওয়ার সুবাদে লোকজনের বিশ্বস্ত হওয়া শুরু করেন এজেন্ট ম্যানেজার রুপন।

সেই বিশ্বস্ততাকে কাজে লাগিয়ে গত ১৪ জানুয়ারি থেকে গ্রাহকের একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা শুরু করেন রুপন। বিষয়টি গ্রাহকরা রুপনকে জানালে সে কারিগরি সমস্যা এবং অফিসের মেসেজ বলে জানান। কিন্তু ১৮ জানুয়ারি থেকে রুপন লাপাত্তা হয়ে যান। গ্রাহকের প্রায় ১ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন তিনি।

 

সুলতানপুর গ্রামের নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন গ্রাহক বলেন, আমার প্রায় ৫ লক্ষ টাকা ব্যাংকে ছিল। সেই টাকা ধাপে ধাপে ট্রান্সফার করে নিয়েছে রুপন। বিষয়টি সনজিদ আলীকে জানানোর পর ১৮ জানুয়ারি থেকে রুপন লাপাত্তা হয়ে যায়।

এ ছাড়া আরও কয়েকজন গ্রাহক বলেন, আমাদের সবমিলিয়ে প্রায় ১ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে রুপন। আমরা আমাদের টাকা ফেরত চাই।

এ বিষয়ে ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন বলেন, গ্রাহকের কাছ থেকে শুনেছি, রুপন টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রাহকদের বলেছি।