ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২৬ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
৯১

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর ২নং বাধঘাট এলাকায় চার দিন নিখোঁজ থাকার পর পিয়ারা বেগম (৬৯) নামে এক বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে তার নিজ বাড়ির পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পিয়ারা বেগম তিন মেয়ে ও দুই ছেলের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। গত বুধবার তিনি নিখোঁজ হন। এরপর বৃহস্পতিবার তার ছেলে সুমন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শনিবার স্থানীয়রা খালে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মৃতদেহে হত্যার আলামত পাওয়া গেছে কি না- তা তদন্ত করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।