ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের বরিশাল সফর নিয়ে অনিশ্চয়তা, নির্বাচনী জনসভা আপাতত স্থগিত

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
৭৭

নিজস্ব প্রতিবেদক :: তারেক রহমানের বরিশাল সফর নিয়ে অনিশ্চয়তা, নির্বাচনী জনসভা আপাতত স্থগিত।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের দিনক্ষণ নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। একাধিকবার সময়সূচি পরিবর্তনের পর আপাতত তাঁর বরিশাল সফর ও নির্বাচনী জনসভার কর্মসূচি স্থগিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শুরুতে আগামী ২৬ জানুয়ারি তারেক রহমানের বরিশাল সফরের দিন নির্ধারিত থাকলেও পরে তা পরিবর্তন করে ২৭ জানুয়ারি করা হয়। তবে শনিবার বিকেলে সেই তারিখও বাতিল করা হয়েছে। ফলে কবে তিনি বরিশাল সফরে আসবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তারেক রহমানের বরিশাল সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। শুরুতে ২৬ জানুয়ারি সফরের কথা থাকলেও পরে তা ২৭ জানুয়ারিতে পরিবর্তন করা হয়। কিন্তু সফরের মাত্র দুই দিন আগে সেই কর্মসূচিও বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, তারেক রহমানের বিমানযোগে বরিশালে পৌঁছানোর পরিকল্পনা ছিল এবং বিকল্প পথে বরিশাল ত্যাগের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছিল। তবে পুরো শিডিউল সমন্বয়ের জটিলতার কারণেই সফর পেছাতে হয়েছে। যদিও বরিশাল সফর বাতিল হয়নি, কেবল সময়সূচি পুনর্নির্ধারণ করা হবে। নতুন তারিখ কেন্দ্রীয়ভাবে পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক পর এবার বিএনপি চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরের কথা থাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছিল।
দীর্ঘ বিরতির পর এই সফরের মাধ্যমে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশাবাদী স্থানীয় নেতারা।