নাজমুল হক মুন্না :: দেশ ব্যাপী বিএনপি - জামায়াতের ৭২ ঘন্টা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ও বরিশালের উজিরপুরে অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। ১ নভেম্বর বুধবার সকালে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর, আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল , সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার , আঃ হাকিম সেরনিয়াবাত,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোঃ আনিচুর রহমান নয়ন, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম , উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী। এ সময় আরো উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছরোয়ার হোসেন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝি, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সুনীল বিশ্বাস সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।