প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ
দপ্তরী নিয়োগ, শিক্ষক বদলীতে কোটি কোটি টাকা আত্নসাৎ করিনি তাই জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবেন, ফারজান বিনতে ওহাব

নিজস্ব প্রতিবেদক :: দপ্তরী নিয়োগ, শিক্ষক বদলীতে কোটি কোটি টাকা আত্নসাৎ করিনি তাই জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবেন, ফারজান বিনতে ওহাব।
বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের জনতার মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারজানা বিনতে ওহাব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উপজেলা গুলোতে অবাধ ও সুষ্ঠু ভোট হচ্ছে। তাই ভোট চুরির দিন শেষ। যদি কেউ স্বপ্ন দেখে ভোট কেটে বাক্স ভরে ফেলবে এটি তাদের দুঃস্বপ্ন ছাড়া কিছুই না। জনগণ যাকে চাইবে, জনপ্রিয়তা যার বেশি ভোটে তিনিই নির্বাচিত হবেন।
তিনি আরো বলেন, ভোট কেন্দ্রে সুষ্ঠু ভাবে ভোট হবে , তাই ভয় পাওয়ার কিছুই নেই। তারা গুজব ছড়াবে, হুমকি-ধামকি দেবে, এসবে কিছুই হবে না। চার দিকে আনারস প্রতিকের জোয়ার নেমেছে, এই জোয়ারেই অপশক্তি হারিয়ে যাবে।
রবিবার বিকালে উপজেলা দেহেরগতি ইউনিয়নের ইশ্বরনারায়ন মাধ্যমিক বিদ্যালয় হলরুম এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফারজানা বিনতে ওহাব এসসয় তার বক্তব্যে বলেন, বিগত দিনে আমি শিক্ষক বদলী, দপ্তরী নিয়োগ, মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে কোটি কোটি টাকা আত্নসাৎ করিনি। আমি জনগণের হক মেরে খাইনি। জনগণ এবার এর সুষ্ঠু জবাব ভোটের মাধ্যমে প্রদান করবেন। মরহুম ওহাব খানের অবদান বাবুগঞ্জবাসী আজিবন মনে রাখবে, তারই ধারাবাহিকতায় এ উপজেলা নির্বাচনে একজন সৎ ও প্রতিবাদী প্রার্থী হিসেবে আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন।
এসময় আনারস প্রতিকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্বে ইউপি সদস্য বাবুল হাওলাদার, আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিবের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ওয়াকার্স পার্টির চাদপাশা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাষ্টার, ইউপি সদস্য মোঃ মামুন হোসেন, ছাত্রলীগ নেতা ফিরোজ কিবরিয়া, ইউপি সদস্য কবির সরদার, যুবলীগ নেতা নাজবীর হোসেন রচি সহ নির্বাচনী উঠান বৈঠকে শতশত নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
Copyright © 2025 Crime Times. All rights reserved.