নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
ঈদুল আজহার পূর্বে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে ঈদের চেয়েও খুশি বরিশালের হতদরিদ্র মানুষগুলো। মঙ্গলবার বরিশাল জেলার ৫ উপজেলার ৩২৭ জন গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তরের সাথে সাথে বরিশাল প্রান্তে ঘরের কাগজপত্র হস্তান্তর করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব উল্লাহ মজুমদারসহ উপকারভোগীরা বরিশাল সদরে ২১৩টি, বানারীপাড়ায় ২৪টি, গৌরনদীতে ৩২টি, হিজলায় ৩০টি, আগৈলঝাড়ায় ২৮টি ঘর উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।
ইতঃপূর্বে ৪টি ধাপে ৫৬৩৩টি পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার ৫ম ধাপের দ্বিতীয় পর্যায়ে বরিশাল জেলার ৫টি উপজেলায় বরিশাল সদর ২১৩টি, বানারীপাড়া ২৪টি, গৌরনদী ৩২টি, হিজলা ৩০টি, আগৈলঝাড়া ২৮টি মোট ৩২৭টি পরিবারকে অবশিষ্ট গৃহ হস্তান্তর করা হয়েছে। এরি মধ্য দিয়ে বরিশাল জেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা