প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৬:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ
বরিশাল নগরীতে দোকানদারকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে দোকানদারকে কুপিয়ে জখম
নগরীর লঞ্চ ঘাট এলাকায় ভ্রাম্যমান দোকান বসানো কি কেন্দ্র করে এক ফুটপাথ জুতা দোকান ব্যবসায়ী কে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার সকাল ১১ টার দিকে লঞ্চঘাট ২ নং গেটের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত ফুটপাত ব্যবসায়ী মিঠুকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মিঠু, ফলপট্টি এলাকার ওপেন মুসির ছেলে।
আহত মিঠু জানান, মিঠু দীর্ঘদিন ধরে লঞ্চঘাট ২ নং গেটের সামনে ফুটপাতে জুতার দোকান দিয়ে ব্যবসা করে আসছে।
ঘটনার দিন শনিবার সকালে অপর ফুটপাত ব্যবসায়ী ফয়সাল সহ তাদের সহযোগীরা মিঠুর স্থানে দোকান বসানোর চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে প্রতিপক্ষ ফয়সাল, আল আমিন, আরিফ সহ সাত আট জন সহযোগী মিঠুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
Copyright © 2025 Crime Times. All rights reserved.