প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৭:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ণ
আগামী বর্ষা মৌসুমের আগেই টেকসই বেড়িবাঁধ : পানি সম্পদ প্রতিমন্ত্রী, জাহিদ ফারুক

নিজস্ব প্রতিবেদক :: আগামী বর্ষা মৌসুমের আগেই টেকসই বেড়িবাঁধ : পানি সম্পদ প্রতিমন্ত্রী, জাহিদ ফারুক।
আগামী বর্ষা মৌসুমের আগেই মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
মঙ্গলবার ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধের ভাঙা স্থান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে। ইতিমধ্যে সক্ষমতা যাচাই শেষ হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকে ৮০০ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন দেবেন ইনশাল্লাহ।
তিনি বলেন, ভাটির দেশ হিসেবে আমাদের বাপ-দাদারাও এভাবে বন্যা দেখে এসেছে। আমরাও দেখতেছি আমাদের পরবর্তী প্রজন্মরাও এভাবে বন্যা দেখে যাবে। আশা করছি স্থায়ী বাঁধ নির্মাণের পর এই এলাকায় আর পাহাড়ি ঢল থাকবে না।
Copyright © 2025 Crime Times. All rights reserved.