নিজস্ব প্রতিবেদক :: হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন পর্যায়ের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সুফিয়ান সরদার (৩২) মেমানিয়া ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের মো. জামাল সরদারের ছেলে। তিনি ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।
বুধবার (২৪ জুলাই) রাতে উপজেলার চর দুর্গাপুর এলাকায় সুফিয়ানের ওপর হামলার ঘটনা ঘটে।
পরে তাকে হিজলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে তিনি মারা যান।
সুফিয়ানের মামা মেমানিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য নোমান সরদার বলেন, ‘বুধবার রাত ১০টার দিকে সুফিয়ান তার দুই বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষের লোকজন হামলা করলে সুফিয়ানকে ফেলে দুই বন্ধু পালিয়ে যান।
এ সময় মাইনুল, ওহাব আলী, তার ছেলে সাইদ, কবির, আমির, কাওসারসহ কয়েকজন আমার ভাগনেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।’
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহম্মেদ বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তবে এর মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর।
সুফিয়ানের বাবার করা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে।