মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত অবস্থান কর্মসূচি পালনের নির্দেশনা পালন করেছে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপি।
খুনি হাসিনা সরকার কর্তিক দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিকল্পিতভাবে হাজারো ছাত্র জনতাকে গুলি করে খুন করে। এই খুনের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনের নির্দেশ প্রদান করে। আজ ১৪ ই আগস্ট মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি এবং পৌরসভা বিএনপি যৌথ উদ্যোগে মেহেন্দিগঞ্জ বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে সকাল আনুমানিক 11 টার দিকে অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব গিয়াস উদ্দিন দীপেন। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগন্জ উপজেলা বিএনপি'র সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব দিনু চৌধুরীসহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল শ্রমিক দলের নেতাকর্মী সদস্যবৃন্দ। কর্মসূচি প্রসঙ্গে উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন বলেন বিগত ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে অন্যায় ভাবে নির্বীচারে যে সমস্ত ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি কেন্দ্র ঘোষিত সকল প্রোগ্রাম সোচ্চার ভাবে পালন করে যাবে।