নিউজ ডেস্ক :: ঢাবির বিভিন্ন ফটকে ছাত্রদলের তালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ ফটকে তালা লাগিয়েছে ছাত্রদল। ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে রোববার (৫ নভেম্বর) সকালে কার্জন হল, শারীরিক শিক্ষাকেন্দ্র ও সায়েন্স লাইব্রেরির প্রধান ফটকে তালা দেওয়া হয়। এসব ফটকে ব্যানারও সাঁটানো হয়েছে। ব্যানারে লেখা রয়েছে, ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’, ‘এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ চলছে’।
এ বিষয়ে আনিসুর রহমান খন্দকার অনিক কালবেলাকে বলেন, ‘অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা আমার নেতৃত্বে ব্যানার সাঁটিয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ কটকে তালা মেরে দেওয়া হয়েছে।’