নিজস্ব প্রতিবেদক :: মঠবাড়িয়ায় ঘরবাড়ি ভাঙচুর লুটপাট : নগদ ১০ লাখ টাকার ছিনতাইয়ের অভিযোগ, আহত ৩
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্বামী স্ত্রী সহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা ঘর বাড়ি ভাঙচুর ও হামলা চালিয়ে নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার ধানিসাপা ইউনিয়নের পাতা কাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার হামেদ সরদারের ছেলে হানিফ সরদার ও হানিফের স্ত্রী মাসুমা বেগম ও হানিফের মেয়ে মীম আক্তার।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হানিফ সরদার ও তার পরিবারদের সাথে প্রবাসে লোক নেওয়া কে কেন্দ্র করে প্রতিবেশী আল্টান সরদারের ছেলে মোশারফ সরদার ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।
মোশারফ এর এক ছেলে সোহাগ ও মেয়ে জামাই রুবেল কে প্রবাসে নেয় হানিফ সরদারের ছেলে মামুন।
কিন্তু বর্তমানে সোহাগ ও রুবেলের এখন পর্যন্ত আকামা হয় নাই।
এই আকামা না হওয়াকে কেন্দ্র করে সোহাগের বাবা মোশারফ ও তার পরিবারের লোকজন মামুন ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতিসহ খুন জখমের হুমকি দেয়।
এতে প্রতিবাদ করলে ঘটনার দিন ৩০ আগস্ট শুক্রবার রাত ১১ঃ০০ টার দিকে পরিকল্পিতভাবে মোশারেফ ও তাদের সহযোগী মনাব্বর সর্দার, তাসলিমা, শারমিন, সুমি, লামিয়া সহ ১৫/২০ জন ভাড়াটিয়ার সন্ত্রাসী হানিফ সরদারের বাসায় ঢুকে অতর্কিত হামলা চালায়।
এক পর্যায় হানিফ সরদার ও তার স্ত্রী মাসুমা এবং মেয়ে মিমকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এবং ঘরে থাকা নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
মোশারফ ও তার সহযোগীরা আওয়ামী লীগের নেতাকর্মী।
এদের অত্যাচার এলাকার মানুষ অতিষ্ট হয়ে আছে। এর আগেও হানিফ সরদারকে প্রতিপক্ষরা ট্রাকের চাপা দিয়ে মারার হুমকি দিয়েছে।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষ হামলাকারী লামিয়াকে মঠবাড়ি হাসপাতালে নাটকীয় কায়দায় ভর্তি করে হানিফ ও তার পরিবারকে ফাঁসানোর চেষ্টা চলছে।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।