নিজস্ব প্রতিবেদক :: শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা!
মাদারীপুরের কালকিনি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে শামীম হাসান আল মামুন নামে এক শিক্ষককে হত্যার চেষ্টা অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার সকাল নয়টার দিকে উপজেলার করিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত শিক্ষক শামীমকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
শামীম হাসান আল মামুন ওই এলাকার চর বিভাগদী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ও দাড়িরচর লক্ষীপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক পদে রয়েছেন।
আহত শামীম জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয় নিয়ে অধ্যক্ষ আব্দুস সালাম এর সাথে শামীম হাসানের বিরোধ চলে আসছে ।এরই জের ধরে, ঘটনার দিন রবিবার অধ্যক্ষের নেতৃত্বে তার সহযোগী মিজানুর রহমান খা, ননী কাজীসহ ২৫-৩০ জনের একদল চিহ্নিত সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় শিক্ষক শামিমের উপর অতর্কিত হামলা চালায়ি। তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। প্রত্যক্ষদর্শী ও বাজার লোকজন জড়ো হয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শিক্ষক শামীম হোসেন আরো জানান, মাদ্রাসা কেন্দ্রিক অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রায় সময় অধ্যক্ষ আব্দুস সালাম ও তার বিভিন্ন লোকজন দিয়ে শামীম হাসানকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দিয়ে আসছে।
বর্তমানে শিক্ষক শামীম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।