নিজস্ব প্রতিবেদক :: বরগুনায় একই পরিবারের ৩ জনকে হত্যা চেষ্টার অভিযোগ
বরগুনার সদর গৌরীচন্না এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের তিনজনকে হত্যার চেষ্টায় কুপিয়ে- পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার সকাল দশটায় ছোট গৌরিচন্নার বারঘরের স্থান সংলগ্ন চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত মতিউর রহমানের স্ত্রী পারুল বেগম ও পারুলের ছেলে রুহুল আমিন ও আলামিনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর পারুলকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহতের ছেলে আল আমিন জানান, দীর্ঘদিন ধরে আলামিন ও তার পরিবারদের সাথে প্রতিবেশী আফজালের ছেলে জাকির ও তার পরিবারদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে।
প্রায় সময় প্রতিপক্ষ জাকির ও তার সহযোগীরা আলামীন ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দেয়।
ঘটনার দিন শনিবার সকাল দশটায় তুচ্ছ বিষয় নিয়ে আলামিনের মা পারুল বেগমের সাথে জাকিরদের দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে, জাকির ও কাদেরের ছেলে দুলাল, হেলাল সহ অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী পরিকল্পিতভাবে পারুলকে হত্যার চেষ্টায় হামলা চালায় , তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে তার বাম হাত ভেঙ্গে দেয়। এ সময় পারুলের ছেলে রুহুল আমিন বাসাতে আসলে তাদের উপরও হামলা চালিয়ে আহত করেন।
বর্তমানে আলামিনের পরিবার হামলাকারীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বিচারের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।