নিউজ ডেস্ক :: সাবেক এমপি আমজাদ হোসেন গ্রেপ্তার
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গাংনীর সাবেক সংসদ সদস্য (এমপি) আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে গাংনী থানা-পুলিশের একটি দল উপজেলার পোড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে। আমজাদ হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় নাশকতামূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজ করে আসছেন। এ ব্যাপারে রোববার গাংনী থানায় মামলা করা হয়। ওই মামলার এজাহারে আমজাদ হোসেনের নাম রয়েছে। তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।