প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ
ভারতে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মেহেন্দিগঞ্জ প্রকম্পিত

স্টাফ রিপোর্টার :: বিশ্বনবী হজরত মুহম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তির প্রতিবাদে 'নারায়ে তাকবির' 'আল্লাহু আকবর' মুসলিম শিক্ষার্থীদের হর্ষধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে মেহেন্দিগঞ্জ সরকারি পাতারহাট আরসি কলেজ এর ১নং গেট সংলগ্ন এলাকার আকাশ-বাতাস। বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মেহেন্দিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি পাতারহাট বন্দরের তেমহুনী চত্বরে এসে পথ সভায় মিলিত হয়। পথ সভায় কটূক্তির নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মুহম্মদ (সা.)-কে অপমান করার মধ্যদিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান শিক্ষার্থীরা।
এ সময় ছাত্র আবু সাঈদ, এমাজ উদ্দিন রাজু, তরিকুল ইসলাম তরিক,আবুল হাসেম, দিলশাদুর রহমান দীপ্ত,হাসিবুল ইসলাম হাসিব,ফারহানুল ইসলাম ফাগুন বলেন, আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশের মানুষ ও সাধারণ শিক্ষার্থীরা মহানবীর এই অপমানকে কোনোভাবেই সহ্য করব না। আমাদের শরীরের প্রতিটি রক্তবিন্দু দিয়ে হলেও মহানবীর সম্মান ও ইজ্জত রক্ষার্থে লড়াই করে যাব।
Copyright © 2025 Crime Times. All rights reserved.